Chaudhuri, Namita (নমিতা চৌধুরী);
jhulan JAtrA ঝুলন যাত্রা ("jhulan procession")
tritiya duniyAr sAhitya 1996
topics: | poetry | bengali | gender | women
শ্রাবণ পূর্ণিমার মধ্যরাত গৃহস্থেরা নিশ্চুপ শুধু চুপিসারে রাধা চলেছে ঝুলন যাত্রায় কৈশোরে ঝুলন সাজাতে সাজাতে রাধা ভাবতো অন্য অনেক মেয়ের মতোই যৌবনে সে দুলবে -- শুধু দুলবে কিন্তু বোকা মেয়েটা জানেনা কৃষ্ণ তার প্রতিক্ষায় নেই আছে তার রূপের আছে তার রূপোর রূপের আতিশয্য রাধার থাক বা না থাক সঙ্গে করে আনেনি সে অন্তত ছোট একটাও রূপোর পাহাড় এবং অবশ্যই কৃষ্ণ দুলবে না একসাথে দুলবেনা ঝুলনে ঝুলবেনা একা তাই রাধা চলেছে ঝুলন যাত্রায় শাড়ির একপ্রান্ত বাঁধা আছে কদমের ডালে অন্যপ্রান্ত গলায় জড়িয়ে রাধা ঝুলছে রাধা দুলছে ।
নিরানন্দ পূর্ণিমার পূর্ণ প্রহরে জন্ম তোর আকাশের প্রতিটি কোন থেকে ঝরেছিল অঝোর বৃষ্টি যন্ত্রণায় নীল হতে হতে তোর মায়ের ম্রিয়মান মুখ ছিল সংকোচে বিহ্বল মাতৃত্বের বড় জ্বালা কন্যা সন্তান কোন খুশির হাওয়াকে বয়ে আনতে পারেনি মায়ের হৃদয়ে তোর জন্মক্ষণে কেউ জ্বালেনি কোন দীপ বাজায় নি কোন শাঁখ এই আমি তোর কানে মন্ত্র দিলাম কন্যা দুনিয়াটাকে তুই বিষের দৃষ্টিতে দেখিস ভুলিস না তোর জন্মক্ষণ ছিল অপমানিত অন্ধকার ।
I left one of my hands
at Rahul's home
and one of my eyes at Monimoy's
in the streets some people enquired
about my hand
and some others about my eye ...