Chaudhuri, Namita (নমিতা চৌধুরী);
Ami briShTi ebang pAkhiwAlA [bristi] আমি বৃষ্টি এবং পাখিওয়ালা
ekusher DAk kolkAtA 2003 [gift NC 2005]
topics: | poetry | bengali | gender | women
ডানাভাঙা অক্ষরগুলি কাঁদতে বসেছে আমার হাতের স্পর্শে তারা ক্রমাগত গুঁড়িয়ে যেতে চায় ভাঙতে ভাঙতে শেষপর্যন্ত নীচের সিঁড়ির কোনায় এসে দাঁড়াল আমি আদর করে মুখ তুলে তাকাতে বললেই ওদের ফোঁপানি আরও বাড়তে থাকে কেমন জ্বালায় পড়েছি দরজা আবার বন্ধ করে রাখি এত কথারই মোড়ক কথার পর কথা শুধু কথাই
সম্পূর্ণ কথাগুলির যে উপকথা আছে
তার মধ্যে আছে ভাঙা কথা চূর্ণ কথা
বাটা মশলার মত মিহি কথা
যেভাবেই বলি শেষ পর্যন্ত একটি
কথাই উঠে আসবে
আগুন ঘিরে আমরা একদল
নৃত্যরত পক্ষীসমাজ।
এ কোন অভিসারিকো আমি সেজেছি নিভৃতে
বাঁ হাতে রেখেছি অস্ত্র
ডান হাতে ফুলের স্তবক
প্রেমিকের কাছে যাবো
গোপন প্রেমিক
গোপন শয্যায় আছে নখ দাঁত নিয়ে
সমস্ত শরীর খাবে চেটেপুটে সবটুকু
আদি ও অন্ত জুড়ে
নাচবে তুমুল
সবই রয়েছে জানা
মুখ তবু কিছুতেই ফেরাতে পারিনা
আমার পালক ছিল
ডানা তো ছিলনা
উড়তে শিখিনি তাই
জানা ছিল সাঁতার কৌশল
জলজ রাস্তায় তবু নামতে পারিনি।
খিদে পেয়েছে খাবি
না
একবাটি জ্যোত্স্না খেলে
খিদে থাকে নাকি
ছাদের আকাশ জুড়ে
শ্বেত দীর্ঘ রাত
চাঁদ এসে খুবলে নেয় চোখ
এরপর পাথর বসাবে
ছুরি কাঁচি কাটা ছেঁড়া
সবকিছু ঠিকঠাক
শুধুমাত্র আমিই বেঠিক
না স্নান না খাওয়া উলঙ্গ উজবুক
বসে আছি বাটি নিয়ে
জ্যোত্স্নায় একটি চুমুক
শুধু দেবো
তারপর সবকিছু গচ্ছিত রেখে
জ্যোত্স্না থেকে জ্যোত্স্না খুঁটে নেবো।
আমার নাছোড় ভঙ্গি আজ তোমাকে
বিদ্ধ করল বারবার এফোঁড় ওফোঁড়
আমি জানি না কেন এমন হয়
মাঝে মাঝে কেন আমি গ্রাম থেকে গ্রামান্তর
ঘুরে ঘুরে বার্তা রটাই
নিশ্চুপ নিমফুলটির মতো নিভৃত করতলে
সাদা দাগ
দ্যাখো আজ আমি খুব কাছে আছি
উলঙ্গ উন্মাদ
I left one of my hands
at Rahul's home
and one of my eyes at Monimoy's
in the streets some people enquired
about my hand
and some others about my eye ...