book excerptise:   a book unexamined is wasting trees

Ami briShTi ebang pAkhiwAlA

Namita Chaudhuri

Chaudhuri, Namita (নমিতা চৌধুরী);

Ami briShTi ebang pAkhiwAlA [bristi] আমি বৃষ্টি এবং পাখিওয়ালা

ekusher DAk kolkAtA 2003 [gift NC 2005]

topics: |  poetry | bengali | gender | women

 

Excerpts

শুধু কথাই (shudhu kathAi) 34


ডানাভাঙা অক্ষরগুলি কাঁদতে বসেছে
আমার হাতের স্পর্শে তারা ক্রমাগত গুঁড়িয়ে যেতে চায়
ভাঙতে ভাঙতে শেষপর্যন্ত নীচের সিঁড়ির কোনায় এসে দাঁড়াল
আমি আদর করে মুখ তুলে তাকাতে বললেই
ওদের ফোঁপানি আরও বাড়তে থাকে
কেমন জ্বালায় পড়েছি
দরজা আবার বন্ধ করে রাখি
এত কথারই মোড়ক
কথার পর কথা
শুধু কথাই


উপকথা (upakathA)


সম্পূর্ণ কথাগুলির যে উপকথা আছে
তার মধ্যে আছে ভাঙা কথা চূর্ণ কথা
বাটা মশলার মত মিহি কথা
যেভাবেই বলি শেষ পর্যন্ত একটি
কথাই উঠে আসবে
আগুন ঘিরে আমরা একদল
নৃত্যরত পক্ষীসমাজ।

একবিংশ শতাব্দীতে (ekaviMsha shatAbdIte)


এ কোন অভিসারিকো আমি সেজেছি নিভৃতে
বাঁ হাতে রেখেছি অস্ত্র
ডান হাতে ফুলের স্তবক
প্রেমিকের কাছে যাবো
গোপন প্রেমিক
গোপন শয্যায় আছে নখ দাঁত নিয়ে
সমস্ত শরীর খাবে চেটেপুটে সবটুকু
আদি ও অন্ত জুড়ে
নাচবে তুমুল
সবই রয়েছে জানা
মুখ তবু কিছুতেই ফেরাতে পারিনা

আমার পালক ছিল
ডানা তো ছিলনা
উড়তে শিখিনি তাই
জানা ছিল সাঁতার কৌশল
জলজ রাস্তায় তবু নামতে পারিনি।

চন্দ্রাহত (chandrAhata)


খিদে পেয়েছে খাবি
না
একবাটি জ্যোত্স্না খেলে
খিদে থাকে নাকি
ছাদের আকাশ জুড়ে
                        শ্বেত দীর্ঘ রাত
চাঁদ এসে খুবলে নেয় চোখ
এরপর পাথর বসাবে
ছুরি কাঁচি কাটা ছেঁড়া
সবকিছু ঠিকঠাক
শুধুমাত্র আমিই বেঠিক
না স্নান না খাওয়া উলঙ্গ উজবুক
বসে আছি বাটি নিয়ে
জ্যোত্স্নায় একটি চুমুক
শুধু দেবো
তারপর সবকিছু গচ্ছিত রেখে
জ্যোত্স্না থেকে জ্যোত্স্না খুঁটে নেবো।

একটি প্রেমের কবিতা (ekTi premer kabitA)


আমার নাছোড় ভঙ্গি আজ তোমাকে
বিদ্ধ করল বারবার এফোঁড় ওফোঁড়
আমি জানি না কেন এমন হয়
মাঝে মাঝে কেন আমি গ্রাম থেকে গ্রামান্তর
ঘুরে ঘুরে বার্তা রটাই
নিশ্চুপ নিমফুলটির মতো নিভৃত করতলে
সাদা দাগ

দ্যাখো আজ আমি খুব কাছে আছি
উলঙ্গ উন্মাদ


Also on Book Excerptise

links


amitabha mukerjee (mukerjee [at-symbol] gmail) 2012 Apr 27