sengupta, mallikA (মল্লিকা সেনগুপ্ত);
puruShke lekhA chiThi পুরুষকে লেখা চিঠি ("open letter to the male")
Ananda Publishers, Kolkata 2002
ISBN 817756286X
topics: | poetry | bengali | gender
আলুলায়িত আমার চুলে সারা আকাশ মেঘলা হয়ে উঠল আমার গায়ের সবুজ ডুরে ধনেখালির শাড়ি হয়ে উঠল অরণ্যের লতাগুল্ম আমার কন্ঠ থেকে সুর চুরি করে সপ্তমসুরে গেয়ে উঠল কোকিল আমার মুখের হিজিবিজি বুলি হয়ে উঠল জনগোষ্ঠীর মাতৃভাষা আমার গায়ের ক্লান্তি ঘাম যৌনতার ঘ্রাণে তৈরী হল ভেজামাটির সোঁদা গন্ধ আমার খিদে থেকে গজিয়ে উঠল মাঠভর্তি ধানমঞ্জরী আমার স্নানের জন্য নদী তৈরী হল গা শুকানোর জন্য ছড়িয়ে পড়ল রোদ আমার ক্রোধের তাপে চকমকি পাথর আগুন হয়ে জ্বলে উঠল আমার তীব্র ভালবাসার আকাঙ্ক্ষায় জন্ম নিল পুরুষ আমার শরীরে প্রোথিত হল তার বীজদণ্ড আর তখন আমারই গর্ভে জন্ম নিল পৃথিবী । (see translation in other poems: alakAnandA 12; rAShTrapatike ekTi meyer chiThi 17; redlAiT nAch 42; bAlikA o duShTulok 52; puruShke lekhA chiThi-1 61; puruShke lekhA chiThi-2 62