sen, mandAkrAntA [মন্দাক্রান্তা সেন];
chhadmapurAN ছদ্মপুরাণ [secreted myths]
Ananda Publishers, Kolkata 2001
ISBN 9788177561876 8177561871
topics: | poetry | bengali | gender
রাস্তা দিয়ে হাঁটছি আর খসে খসে পড়ছে আমার পোশাক নগ্ন হয়ে যাচ্ছি মাগো, কুঁজো হয়ে বসে পড়ছি শেষে দু’হাতে জড়িয়ে নিচ্ছি দুই হাঁটু, ঢেকে নিচ্ছি মুখ বুক পেট অরক্ষিত পিঠে এসে তীর বিঁধছে গোছাগোছা মাগো দৃষ্টি গিঁথে যাচ্ছে যকৃতেও,... হৃত্পিণ্ডে,... ফুসফুসে... এ সবই দুঃস্বপ্ন হয়তো, দুঃস্বপ্ন ছড়ানো পথেপথে প্রাণপণে পালাতে চেয়ে অলিতে গলিতে ছুটছি সর্বত্রই কী ভিড় কী ভিড় গলিও কী কৌতুহলী, চেপে ধরছে দুদিকে দেওয়াল দম বন্ধ হয়ে আসছে, ঝাঁকে ঝাঁকে ছুটে আসছে হাসি মাগো, রক্তে ভেসে যাচ্ছি ... মুছবো কীসে... আমার শরীরে একটুকরো কাপড়ও নেই, মরে যাচ্ছি মা কঠিন লজ্জায় শেষ অবধি কীভাবে যে ঘরে ফিরতে পেরেছি কী জানি -- ওদিকে তখন ওরা আমার উলঙ্গ শব ঢেকে দিচ্ছে ... হ্যাঁ মা, পতাকায়... chuktipatra 23