pAnnA, indrANI datta (ইন্দ্রাণী দত্ত পান্না);
bichitrAnuShThAn বিচিত্রানুষ্ঠান
nAndImukh saMsad [নান্দীমুখ সংসদ], kolkAtA 2002
topics: | poetry | bengali
আমার একাকিত্ব জুড়ে তোমার সৌরভ, সারারাত লোহিত নক্ষত্র এক গান গেয়ে যায় মন্দ্রসপ্তকে বাজে প্রতি রোমকূপ । এখনই ঈর্ষাগুলো সরিয়ে না নিলে সর্বনাশ হয়ে যেতে পারে। সময়ের দাস-দাসী, ওরা তো জানে না মন্ত্রের শুদ্ধতা কিংবা পূতজলে নম্রতর্পণ -- রাজা বা ভিক্ষুক হোক, সতী বা স্বৈরিণী যে কোনো আখ্যানই রোজ শোনা যেতে পারে যদি তার বুকে থাকে তোমার অক্ষর ।