mitra, debArati (দেবারতি মিত্র);
khopA bhare Ache tArar dhuloy খোঁপা ভরে আছে তারার ধুলোয়
Ananda Publishers আনন্দ পাবলিশার্স, 2003
ISBN 8177563637
topics: | poetry | bengali | gender
আমি বিকেলবেলা পাটি পেতে সেলাই করতে বসলে আমার বালক ছেলে চূড়ামণি ছুঁচে সুতো পরিয়ে দেয়. বলে কালো আকাশে তোতা পাখির মতো একঝাঁক তারা আঁকো সারা সন্ধে ওরা আমাকে গল্প বলবে । আর রাবেয়া মাসির কবরে ধপধপে লাউফুল ঐ আধখানা চাঁদ নকশা করো, ওখানে বড় অন্ধকার । ও মা শোনো, আমার বন্ধু মিলুর গায়ে একটু সমুদ্রপারের হাওয়া ঢেউ খেলিয়ে দাও না -- তোমার তো কত রঙের কত রকমের সুতো । যত রাত বাড়ে চুড়োর আবদারও তত বাড়ে বলে তুমি ইচ্ছে করলেই সব পারো, একদিন বললে এই সময়টাকে তুমি একটা চার মাত্রার মাঠের মতো ফুটিয়ে তোলো -- সেখানে আমি মন নিয়ে বল খেলব । দূরে পরেশনাথ পাহাড়ের ঝিকঝিকে নীল চূড়া যেন আমার ছেলে । ekTA jIban 62