book excerptise:   a book unexamined is wasting trees

gaRgaRiye tartariye

Sunirmal Chakrabarti

Chakrabarti, Sunirmal (সুনির্মল চক্রবর্তী);

gaRgaRiye tartariye গড়গড়িয়ে তরতরিয়ে

New Script, Calcutta, 1989

topics: |  poetry | bengali | children | nonsense | single-author

TikTikir-chiThi



টিকটিকি চিঠি লেখে -
গিরগিটি ভাই
আমি বড়ো সুখে আছি
পোকা ধরে খাই
তুমি ঘোরো মাঠে বনে
তাই দেখা নাই
যেখানেই থাকো তবু
     চিঠি যেন পাই |

	TikTiki chiThi lekhe:
	    - girgiTi bhAi,
	Ami baRo sukhe Achhi
	    pokA dhare khAi.
	tumi ghoro mAThe bane
	    tAi dekhA nAi,
	JekhAnei thAko tabu
	    chiThi Jena pAi.

mil-mish


kukur o sheyAler
    hala khub bhAb,
chouraMgIte ese
    khAy tArA DAb.
beRAl o indurer
    Ar nei ARi,
chhaRATAr eikhAne
    kamA nay, dnARi.

রেলগাড়ি যায় : সুনির্মল বসু


	রেলগাড়ি যায়
ভঁপ ভঁপ ভস্ ভস্ --
	ফিরে না তাকায়।
হুস্ হুস্ ধক্ ধক্
ধোঁয়া ওড়ে ভক্ ভক্
ঝন্ ঝন্ ঝক্ ঝক্
	লোহার চাকায় -
	রেলগাড়ি যায়।

জাঁদরেল মোটাসোটা
লোহার দানব ওটা,
কাজ তার খালি ছোটা
	হেথায় হোথায়
	রেলগাড়ি যায়।

এই তো সেদিন আমি
মামা আর রাঙা মামি
চড়ে যাই দ্রুতগামী
	রেলের খাঁচায়।
	রেলগাড়ি যায়।

থেমে থেমে মাঝে মাঝে
কড়া সুরে বাঁশি বাজে,
মজা লাগে সে আওয়াজে,
	ভারী হাসি পায়;
	রেলগাড়ি যায়।

নদীর উপরে উঠে
পার হয় এক ছুটে,
আমরা সবাই জুটে,
	দেখি জানালায়
	রেলগাড়ি যায়।

bookexcerptise is maintained by a small group of editors. get in touch with us! bookexcerptise [at] gmail [dot] .com.

This review by Amit Mukerjee was last updated on : 2015 Aug 19